৫৩-তম জন্মদিনে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের
গুয়াহাটি, ১৮ নভেম্বর (হি.স.) : সাংস্কৃতিক আইকন জুবিন গার্গের ৫৩-তম জন্মদিনে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। আজ মঙ্গলবার রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কিংবদন্তি বহুমুখি শিল্পীর চিত্রপটের সামনে প্রদীপ প্ররজ্বলন এবং পুষ্পাঞ্জ
জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের


গুয়াহাটি, ১৮ নভেম্বর (হি.স.) : সাংস্কৃতিক আইকন জুবিন গার্গের ৫৩-তম জন্মদিনে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। আজ মঙ্গলবার রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কিংবদন্তি বহুমুখি শিল্পীর চিত্রপটের সামনে প্রদীপ প্ররজ্বলন এবং পুষ্পাঞ্জলি অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যপাল।

শ্রদ্ধাঞ্জলি অৰ্পণ করে রাজ্যপাল বলেন, জুবিন গার্গ সংগীত ও সাংস্কৃতিক জগতে একজন উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন ছিলেন। অসমীয়া পরিচয়ে তাঁর অবদান কখনই ভোলা যাবে না। তিনি বলেন, জুবিন শারীরিকভাবে আর আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর গান লাখো মানুষের হৃদয়ে বেঁচে আছে।

গভর্নর আরও বলেন, জুবিন গার্গ এমন এক ব্যক্তি ছিলেন যিনি কেবল সংগীতই তৈরি করেননি, তিনি এর মধ্যে বেঁচে ছিলেন। তাঁর গান অসমের লোক-ঐতিহ্য, গভীর আবেগ এবং আধুনিক সৃজনশীলতা বহন করে।

তিনি বলেন, তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানানো এবং তাঁকে স্মরণ করা শিল্প এবং ভালোবাসার উৎসব উদযাপনের মতো মনে হচ্ছে। কারণ সত্যিকারের শিল্পীরা কখনও আমাদের ছেড়ে যান না, তাঁরা তাঁদের সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকেন।

সকলকে জুবিন গার্গের স্মৃতিকে সম্মান করার আহ্বান জানিয়ে রাজ্যপাল বলেন, প্রাণের শিল্পীর স্বপ্ন সাকার করতে অসমকে মানবতা ও সম্প্রীতির রাজ্য হিসেবে গড়তে তুলতে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে।

রাজ্যপালের কমিশনার-সচিব এসএস মীনাক্ষী সুন্দরম সহ অন্যান্য আধিকারিক ও কর্মচারীরাও পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াত শিল্পী জুবিন গার্গকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেছেন। জুবিন গার্গের আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করেছেন রাজ্যপাল সহ সকলে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande