সরাইকেলাতে কুয়োতে পড়ে মৃত এক মহিলা
সরাইকেলা, ১৮ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের সরাইকেলা জেলায় কুয়োতে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার চান্ডিল মহকুমার তিরুলিদি থানার অন্তর্গত চোকেগাদিয়া গ্রামে । মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম বাটন মাঞ্জি (৮০) ।
সরাইকেলাতে কুয়োতে পড়ে মৃত এক মহিলা


সরাইকেলা, ১৮ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের সরাইকেলা জেলায় কুয়োতে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার চান্ডিল মহকুমার তিরুলিদি থানার অন্তর্গত চোকেগাদিয়া গ্রামে ।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম বাটন মাঞ্জি (৮০) । তিনি চোকেগাদিয়া গ্রামের বাসিন্দা । তিনি মঙ্গলবার সকালে প্রাতকৃ্ত্যর জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। মনে করা হচ্ছে, তিনি পা পিছলে একটি কুয়োতে পড়ে যান। কুয়োর গভীরতার কারণে ঘটনাস্থলেই শ্বাসরোধ হয়ে মহিলার মৃত্যু হয়। দীর্ঘক্ষণ ধরে বাড়ি না ফেরার পর গ্রামবাসীরা তাঁকে খুঁজতে শুরু করে। তাঁর মৃতদেহ কুয়োয় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande