
মুম্বই, ১৮ নভেম্বর (হি. স.) : বলিউড সুপারস্টার সলমন খান বর্তমানে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ব্যাটল অফ গালওয়ান -এর শুটিংয়ে ব্যস্ত। যা আগামী বছর মুক্তি পাবে। এদিকে, তাঁর জনপ্রিয় দাবাং সিনামার একটি বড় আপডেট এসেছে। যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। চলচ্চিত্র নির্মাতা আরবাজ খান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে দাবাং ৪-এর কাজ চলছে ।
এক সাক্ষাৎকারে আরবাজ খান জানিয়েছেন, যে দর্শকরা পরবর্তী কিস্তি সম্পর্কে প্রশ্ন তুলছেন, যার জন্য এটা বলাই বাহুল্য যে ছবিটির কাজ চলছে।
আরবাজ খান আরও বলেন, দাবাং-৪ অবশ্যই আসবে। সলমন এবং আমি এটি নিয়ে আলোচনা করছি।
উল্লেখ্য, সালমান খানের দাবাং-এর তিনটি কিস্তি এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে: প্রথমটি ২০১০ সালে, দ্বিতীয়টি ২০১২ সালে এবং তৃতীয়টি ২০১৯ সালে। তিনটি ছবিই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল। আরবাজের নিশ্চিতকরণের সঙ্গে সঙ্গে, এটা স্পষ্ট যে চুলবুল পান্ডে আবারও ভক্তদের মন জয় করতে প্রস্তুত।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন