
বাসন্তী , ১৮ নভেম্বর (হি.স.) : সোমবার সন্ধ্যায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জয় সিং(৫৬) নামে এক ব্যক্তির। বাসন্তীর শিবগঞ্জ বাজার এলাকার ঘটনা। অভিযোগ উঠেছে এই মৃত্যুর পর তৃণমূল তাঁকে এসআইআর আতঙ্কে মৃত্যু বলে চালানোর চেষ্টা করে। মৃত্যুর কথা চাউর হতেই তৃণমূল বিধায়ক থেকে ব্লকের আহ্বায়ক সকলেই এসআইআর আতঙ্কে মৃত্যু বলে বিভিন্ন সমাজ মাধ্যমে পোস্ট করতে থাকে। যদিও পরিবারের সদস্যরা সেই দাবি অস্বীকার করেন। এদিকে বিজেপি শাসকদলের এই দাবিকে কটাক্ষ করতে ছাড়েনি।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাসন্তীর শিবগঞ্জ আদিবাসী পাড়ার বাসিন্দা জয়। সোমবার সন্ধ্যায় নিজের সাইকেলের দোকানে কাজ করার সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। স্থানীয়রা তাঁকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই মৃত্যুর পরেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেন এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে জয় সিং (৫৬) নামে ওই ব্যক্তির। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল ও ব্লক তৃণমূলের আহ্বায়ক আব্দুল মান্নান গাজী এই মৃত্যুকে এসআইআরে মৃত্যু বলে বিভিন্ন সমাজ মাধ্যমে পোস্টও করেন। যদিও পরিবারের সদস্যরা সেই দাবি নস্যাৎ করেছেন। তাঁদের দাবি কোনও এস আই আর আতঙ্কে নয়, তাঁরা এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা এবং ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম ও রয়েছে।
মৃতের ভাইপো স্বপন ঢালি বলেন, “ বাজারে সাইকেল সারানোর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তারপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান মারা গিয়েছে। আমাদের পূর্বপুরুষরা ১০০ বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করেন। আমাদের সকলেরই ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে। এই মৃত্যু নিয়ে যে কথা বলা হচ্ছে তা মিথ্যা।” পরিবারের লোকজন মৃত্যু নিয়ে তৃণমূলের বিরোধিতা করার পর বিধায়ক বলেন, “ যে কোনও মৃত্যুই দুঃখের। এসআইআর আতঙ্কে মৃত্যু বলেই খবর পেয়েছিলাম আমরা। তবে সঠিক কি কারণে মৃত্যু পুলিশ তদন্ত করে দেখুক।” বিজেপি তৃণমূলের এই দাবিকে কটাক্ষ করেছে। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মুখপাত্র সঞ্জয় নায়েক বলেন, তৃণমূলের অবস্থা এখন শকুনের মত। যে কোনও ভাবে মৃত্যু হলেই তাঁকে এসআইআর আতঙ্কে মৃত্যু বলে চালাতে চাইছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা