ঠান্ডায় কাঁপছে কাশ্মীর, পহেলগামে পারদ নামল হিমাঙ্কের নীচে
শ্রীনগর, ১৮ নভেম্বর (হি.স.): শীতের দাপট শুরু হয়ে গিয়েছে ভূস্বর্গে। ইতিমধ্যেই কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। পহেলগামে তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের কিছুটা নীচে। সেখানে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস। কুপও
ঠান্ডায় কাঁপছে কাশ্মীর, পহেলগামে পারদ নাম হিমাঙ্কের নীচে


শ্রীনগর, ১৮ নভেম্বর (হি.স.): শীতের দাপট শুরু হয়ে গিয়েছে ভূস্বর্গে। ইতিমধ্যেই কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। পহেলগামে তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের কিছুটা নীচে। সেখানে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াস। কুপওয়ারা, শ্রীনগরেও নিম্নমুখী তাপমাত্রার পারদ।

শীতের দাপট শুরু হয়েছে গুলমার্গে। পর্যটকদের প্রিয় স্থান এখানেও হিমাঙ্কের নীচে নেমেছে তাপমাত্রা। শ্রীনগর থেকে গুলমার্গ, কুপওয়ারা থেকে পহেলগাম সর্বত্রই এখন জমজমাট ঠান্ডা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, বাড়বে শীতের দাপটও। এই মুহূর্তে কাশ্মীরে বেড়াতে যাওয়া পর্যটকরা মনোরম আবহাওয়ায় খুশি প্রকাশ করেছেন। ঠান্ডা বাড়লেও, আপাতত তুষারপাতের কোনও সম্ভাবনা নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande