উত্তরপূর্বে ফের ভূমিকম্প, কেঁপেছে মণিপুর, অরুণাচল এবং অসম, ক্ষয়ক্ষতি নেই, সুরক্ষা প্রটোকল মেনে চলার পরামর্শ
গুয়াহাটি, ১৮ নভেম্বর (হি.স.) : ফের ভূমিকম্পে কেঁপেছে উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য মণিপুর, অরুণাচল প্রদেশ এবং অসম। আজ মঙ্গলবার সকাল ০৭-টা ৪২ মিনিট ৩৮ সেকেন্ডে ৪.০ ম্যাগনিটিউডের ভূমিকম্প সংঘটিত হয়েছে মণিপুরের তেংনুপাল জেলায়। এর আগে এদিন ভোররাত ০২-টা
মণিপুর, অরুণাচল প্রদেশ এবং অসমে ভূমিকম্প (ছবি : এনসিএস)


গুয়াহাটি, ১৮ নভেম্বর (হি.স.) : ফের ভূমিকম্পে কেঁপেছে উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্য মণিপুর, অরুণাচল প্রদেশ এবং অসম। আজ মঙ্গলবার সকাল ০৭-টা ৪২ মিনিট ৩৮ সেকেন্ডে ৪.০ ম্যাগনিটিউডের ভূমিকম্প সংঘটিত হয়েছে মণিপুরের তেংনুপাল জেলায়। এর আগে এদিন ভোররাত ০২-টা ০৭ মিনিট ০৩ সেকেন্ডে ৩.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায়। এছাড়া গতকাল সোমবার রাত ০৮-টা ৪৯ মিনিট ৫৭ সেকেন্ডে অসমের নগাঁও জেলায় ২.৯ প্ৰাবল্যের ভূমিকম্পের ধাক্কা লেগেছে। তিনটি ভূমিকম্পের তীব্রতা কম থাকায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট রাজ্যের প্ৰশাসনিক সূত্রে জানা গেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি-র রিপোর্ট বলছে, আজ মঙ্গলবার ভারতীয় সময় ০৭:৪২:৩৮টায় মণিপুরের তেংনুপাল জেলায় ৪.০ ম্যাগনিটিউডের ভূমিকম্পের অভিকেন্দ্ৰ ছিল জেলার ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার গভীরে ২৪.২২ উত্তর অক্ষাংশ এবং ৯৪.২৫ পূৰ্বে। আজই ভোররাতে অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় সংঘটিত ভূমিকম্প হয়েছে ভারতীয় সময় ০২:০৭:০৩টায়। ৩.৬ তীব্রতার ভূমিকম্পের অভিকেন্দ্ৰ ছিল জেলার ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ২৮.৮৫ উত্তর অক্ষাংশ এবং ৯৫.২৪ পূৰ্বে।

এর আগে গতকাল রাতে ভারতীয় সময় ২০:৪৯:৫৭টায় অসমের নগাঁও জেলায় ২.৯ প্ৰাবল্যের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার ২৬.৪৬ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৪৩ পূর্ব দ্ৰাঘিমাংশের ১০ কিলোমিটার গভীরে।

উত্তপূৰ্বীয় তিন রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল।

এদিকে সংশ্লিষ্ট রাজ্যের দুর্যোগ মোকাবিলা দফতর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। সাম্প্রতিককালে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। উত্তরপূর্বে ঘন ঘন ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বিজ্ঞানীরা বলছেন, সিসমিক জোন ৫-এ অবস্থিত হওয়ায় উত্তর-পূর্বাঞ্চলে প্রায়ই ছোটখাটো কম্পন অনুভূত হয় এবং হবে। এতে অস্বাভাবিক এবং আতঙ্কিত হওয়ার তেমন কারণ নেই। তাঁদের কথায়, ভারতীয় প্ল্যাট প্রতি বছর উত্তর-উত্তরপূর্ব দিকে ৫ সেন্টিমিটার করে সরে। এতে ঘর্ষণ হয়। ফলে ভূমিকম্প অনুভূত হচ্ছে।

বলা হচ্ছে, অরুণাচল প্রদেশের উত্তর দিকে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় বেশি ভূমিকম্প হয়। তেমনি মণিপুর ও মিজোরামের পূর্ব দিকে মায়ানমার অঞ্চলে ক্রমাগত ঘর্ষণে ভূমিকম্প হয়ে থাকে। তার প্রভাবে ওই দুই রাজ্যেও ঘন ঘন ভূকম্প অনুভূত হয়।

তবে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জনসাধারণকে আতঙ্কিত না হয়ে ভূমিকম্প সম্পর্কে সময় সময় জারিকৃত সুরক্ষামূলক প্রটোকল মেনে চলতে নাগরিকদের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande