
কুলতলি, ১৮ নভেম্বর (হি.স.): ফের বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের চামটার জঙ্গলে। মৃতের নাম শম্ভু সর্দার (৩৩)। মৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের কাঁটামারি গ্রামে। সঙ্গীরাই কার্যত বাঘের সঙ্গে লড়াই করে শম্ভুকে উদ্ধার করে। কিন্তু প্রাণে বাঁচাতে পারেনি তাঁকে। সোমবার রাতে মৃতদেহ এসে পৌঁছয় গ্রামে। সেখানে নেমে আসে শোকের ছায়া।
গত রবিবার দুই সঙ্গীকে নিয়ে মাছ-কাঁকড়া ধরতে বেরোন শম্ভু। কিছু দিন আগেই শম্ভুর স্ত্রী মারা যান, বাড়িতে বৃদ্ধ বাবা-মা রয়েছে তাঁর। তিনজনে মিলে যখন সুন্দরবনের চামটার জঙ্গলে কাঁকড়া ধরছিলেন আচমকাই একটি বাঘ পিছন থেকে এসে ঝাঁপিয়ে পড়ে শম্ভুর উপর। দুই সঙ্গী সাথে সাথেই বাঘের উপর ঝাঁপিয়ে পড়েন শম্ভুকে বাঁচাতে। শুরু হয় বাঘে-মানুষে লড়াই। কিন্তু নৌকার বৈঠা, বাঁশ ও শিকের আঘাতে বাঘ রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যায় জঙ্গলের মধ্যে। রক্তাক্ত শম্ভুকে উদ্ধার করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেন সঙ্গীরা। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ফেরার পথেই মৃত্যু হয় শম্ভুর। কুলতলি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বন দফতরকে খবর দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা