
ঝাড়গ্রাম, ১৮ নভেম্বর (হি.স.) : টোটোচালকদের ধর্নামঞ্চে গিয়ে হুমকি ও মারধর করার অভিযোগ উঠল তৃণমূল শ্রমিক সংগঠনের এক নেতার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড় এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে ক্ষুব্ধ টোটোচালকেরা। প্রায় ঘন্টাখানেকের এই অবরোধে শহরজুড়ে তীব্র যানজট তৈরি হয়, আটকে পড়ে দূরপাল্লার বাস–সহ বিভিন্ন যানবাহন। বিপাকে পড়েন সাধারণ মানুষও। পরে খবর পেয়ে ঝাড়গ্রাম থানার আইসি ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নিলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
টোটোচালকেরা জানান, সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে বসেছেন তাঁরা। মঙ্গলবার পাঁচমাথায় শান্তিপূর্ণ ধর্নায় বসে থাকার সময় তৃণমূল শ্রমিক সংগঠনের শহর সভাপতি সুমিত বসাক তাঁদের উপর চড়াও হন, অশ্রাব্য গালাগালি ও মারধরের অভিযোগও তোলেন চালকেরা। এ ঘটনার পরেই সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন তাঁরা।
টোটো চালক সংগঠনের সভাপতি সাগর পাত্র বলেন, “আমরা নীরবে ধর্নায় বসেছিলাম। সেই সময় হঠাৎ সুমিত বসাক এসে আমাদের হুমকি দিতে শুরু করেন এবং কয়েকজনকে মারধর করেন। আমরা চাই প্রশাসন সরাসরি আমাদের সঙ্গে কথা বলুক।” অভিযোগ অস্বীকার করে সুমিত বসাক বলেন, “ভুল তথ্য দিয়ে টোটোচালকদের বিভ্রান্ত করা হচ্ছে। কয়েকজন চালক গাড়ি চালাতে গেলে ওঁরাই বাধা দেন। আমি গিয়ে কথা বলেছি, তর্কাতর্কি হয়েছে—তার বেশি কিছু নয়।”
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো