মালদার পুরপ্রধান কার্তিক ঘোষ'কে পদত্যাগ করতে নির্দেশ তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের
কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : ওল্ড মালদার বর্তমান পুরপ্রধানকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে। মঙ্গলবার দুপুরের পর বর্তমান পুরপ্রধানকে পদ থেকে ইস্তফা দেওয়ার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এদিন তা নিয়ে চাপা উত্তেজন
মালদার  পুরপ্রধান কার্তিক ঘোষ'কে পদত্যাগ করতে নির্দেশ তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের


কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : ওল্ড মালদার বর্তমান পুরপ্রধানকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে। মঙ্গলবার দুপুরের পর বর্তমান পুরপ্রধানকে পদ থেকে ইস্তফা দেওয়ার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এদিন তা নিয়ে চাপা উত্তেজনা। ওল্ড মালদা'তে কার্তিক ঘোষ এই মুহূর্তে পুরপ্রধান পদে বসে রয়েছেন। অবিলম্বে ওই পদ থেকেই সরে যেতে জরুরি বার্তা গিয়ে পৌঁছেছে। জেলা মুখপাত্র আশিস কুন্ডু যদিও তা এদিন স্বীকার করে নিয়েছেন। নির্ভরযোগ্য সূত্রের খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে - শত্রুঘ্ন সিনহা ও বিভূতি ঘোষের নাম নিয়ে টানাপোড়েন। এখন কার ভাগ্যে শিঁকে ছিঁড়বে সেদিকে তাকিয়ে শাসকদলের বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande