
দেহরাদূন , ১৮ নভেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের দেহরাদূন জেলায় পথ দুর্ঘটনা ঘটেছে। একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পথ দুর্ঘটনা ঘটেছে জেলার একটি বাঁধের কাছে। ঘটনায় প্রাণ হারায় একজন। গুরুতর আহত আরও এক ।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রশিদ আলী । আহত ব্যক্তির নাম হুকুম । জুডো বাঁধের কাছে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ২২০ মিটার গভীর খাদে পড়ে যায়। ঘটনায় দুজন গুরুতর আহত হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় ব্যক্তিকে উদ্ধার করে হাসপতালে পাঠায় । যেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় হাসপতালে ভর্তি রয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন