
কলকাতা, ১৮ নভেম্বর, (হি.স.): বুধবার (১৯ নভেম্বর) থেকে রাজ্যে ১৩ হাজার ৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হতে চলেছে।
করা হবে, এই মর্মে আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বার নিয়োগ প্রক্রিয়াও চালু হতে চলেছে ।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, বুধবার থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত