
কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের বিপননব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “রাজ্যের প্রায় প্রতিটি কৃষকবাজারে দালালদের দৌরাত্ম্য; অন্যান্য রাজ্যের কৃষকরা যেখানে ন্যূনতম সহায়ক মূল্য পান, পশ্চিমবঙ্গের কৃষকরা তা পান না। ‘নাবার্ড’-এর তথ্যে দেখা গেছে, পশ্চিমবঙ্গের কৃষকের আয় পাঞ্জাবের কৃষকের আয়ের এক-তৃতীয়াংশ।
বামফ্রন্ট ‘অপারেশন বর্গা’য় ভূমিহীন চাষিদের অধিকার দিলেও সমবায় ব্যবস্থা বা চুক্তিভিত্তিক কৃষি গড়ে না ওঠায় কৃষকের আর্থ-সামাজিক উন্নতি হয়নি। ধানে আক্রমণকারী পোকা দমনে যে কীটনাশক দেওয়া হয়, তা ধানেরও ক্ষতি করছে, কিন্তু রাজ্যে এর দেখভালের কোনো ব্যবস্থা নেই।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সরকার আলু ১৫০০ টাকায় কিনবে। গমে কেন্দ্রের সহায়ক মূল্য ২৩৬৯ টাকা হলেও রাজ্যে দালাল ও ‘তৃণমূলী ট্যাক্সের কারণে কৃষক ১৫০০–১৬০০ টাকার বেশি পান না।
মুখ্যমন্ত্রী প্রতিবেশী রাজ্যগুলিকে আলু কেনা বন্ধ করতে বলেছিলেন দাম বাড়ানোর জন্য। পরে আলু হিমঘরে ভরে রাখতে হয় এবং কৃষক বাধ্য হন ৫–৬ টাকায় বিক্রি করতে, যেখানে উৎপাদন খরচ ৬.৫ টাকা। ফলে আলুচাষীদের আত্মহত্যার পথে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু সরকার একে পারিবারিক বিবাদ বলে চালিয়ে দিচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত