
কলকাতা, ১৮ নভেম্বর, (হি.স.): কেন্দ্রীয় প্রকল্প রাজ্য কার্যকর হতে দিচ্ছে না বলে দাবি করলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন,
আদিবাসী মহিলাদের জন্য দেশজুড়ে ‘ড্রোন দিদি’ প্রকল্প চালু হয়েছে। যেখানে ৮০% ছাড়ে ড্রোন কিনতে পারবেন। এই প্রকল্প চললেও রাজ্য তা কার্যকর হতে দিচ্ছে না। বহু কৃষক কেন্দ্রের কৃষক সম্মান নিধির সুবিধা থেকেও বঞ্চিত।
শমীকবাবু বলেন, গোল্ডেন ইউরিয়ার দাম কেন্দ্র ৩৬৬ টাকায় নির্ধারণ করলেও পশ্চিমবঙ্গে তা কালোবাজারির কাজে ব্যবহার হচ্ছে। কৃষকবাজার নিয়ন্ত্রণে কেন্দ্র যে অনলাইন বাজারব্যবস্থা চালু করেছে, তাতে দেশের সব রাজ্য যুক্ত হলেও পশ্চিমবঙ্গ যুক্ত হয়নি।
কেন্দ্রীয় ফসল বিমা প্রকল্পে কয়েক বছর থাকার পর রাজ্য তা বন্ধ করে তৃতীয় পক্ষের মাধ্যমে নতুন প্রকল্প চালু করেছে। হাতির চলাচলের পথ দখল করে অবৈধ হোটেল ও অতিথিশালা তৈরি হয়েছে। কেন্দ্র দুধের দাম কমালেও রাজ্য তা ৫৬ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করেছে। তাঁতের শিল্প রাজ্যে ধ্বংস হয়ে গেছে; বাইরে থেকে কাপড় আসছে।
তিনি উল্লেখ করেন, সরকারি হিসাব বলছে ম্যানগ্রোভের পরিমাণ বেড়েছে। তিনি প্রশ্ন তোলেন, কৃষিকাজে যেখানে শ্যালো পাম্প ব্যবহার হয়, সেখানে অন্যান্য রাজ্য কৃষকদের বিদ্যুতে ভর্তুকি দিলেও পশ্চিমবঙ্গে কৃষকদের বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত