
কলকাতা, ১৮ নভেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গে চা বাগান এবং উত্তরবঙ্গ সহ রাজ্যের বেহাল অবস্থা নিয়ে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “চা বাগানের ক্ষেত্রে, মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে পরিকল্পনা ছাড়া আটটি বাগান খুলে দেন—যা তিন পক্ষের আলোচনার মাধ্যমে হওয়া উচিত ছিল। পরে ‘চা পর্যটন’ নামে বাগানগুলিকে শাসক দলের ঘনিষ্ঠদের হাতে তুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে।”
তিনি উদ্বেগের সঙ্গে জানান, “চা বাগান ও ফুলচাষের এলাকায় অনেক শ্রমিক সাপের কামড়ে মারা যাচ্ছেন। কিন্তু রাজ্যের হাসপাতালগুলোতে পর্যাপ্ত প্রতিষেধক কিংবা জীবনরক্ষাকারী ওষুধ নেই।”
শমীকবাবু জানান, “উত্তরবঙ্গের আম ও অন্যান্য পচনশীল পণ্যের ক্ষেত্রে হিমঘর না থাকায় বিপুল ক্ষতি হচ্ছে। উত্তরবঙ্গের বন্যায় নদীতে ভেসে আসা গাছের গুঁড়ি দেখিয়ে দিয়েছে অবৈধভাবে গাছ কাটার নমুনা। রাজ্যের নদীগুলি থেকে অবৈধ বালিখননের ফলে নদীর গতিপথ বদলে যাচ্ছে।”
এই সঙ্গে তিনি অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গে সেচযোগ্য জমি ৫৯.২১%, যেখানে উত্তরপ্রদেশে ৮৭%, হরিয়ানায় ৯৩%, মধ্যপ্রদেশে ৮১%। বর্ধমান জেলায় গত দু–তিন বছরে প্রায় একশোটি ধানকল বন্ধ হয়ে গেছে। বিদ্যমান ধানকলগুলোর জমিতে আবাসন তৈরির পরিকল্পনা চলছে—যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অবৈধ দখলের অংশ।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত