নাকা চেকিংয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বজবজে পুলিশের হাতে পাকড়াও ৩
কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বজবজে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। সোমবার গভীর রাতে তল্লাশি চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মৌনাফ থারসে, ইলিয়াস কামাল এবং ইলিয়াস বাবু। ধৃতদের কাছ থেকে তল্লাশিতে একটি নাইন এমএম পিস্তল, একটি
নাকা চেকিংয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বজবজে পুলিশের হাতে পাকড়াও ৩


কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বজবজে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। সোমবার গভীর রাতে তল্লাশি চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মৌনাফ থারসে, ইলিয়াস কামাল এবং ইলিয়াস বাবু। ধৃতদের কাছ থেকে তল্লাশিতে একটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান-শুটার এবং অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে।

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, আমাদের দল একটি সফল অভিযান পরিচালনা করেছে। একটি ৯ এমএম পিস্তল, একটি ওয়ান-শুটার এবং অন্যান্য অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তরা হল - মৌনাফ থারসে, ইলিয়াস কামাল এবং ইলিয়াস বাবু। পুলিশ তদন্ত করে দেখছে—কোথা থেকে আগ্নেয়াস্ত্রগুলি এসেছে, কার কাছে পৌঁছনোর কথা ছিল এবং অভিযুক্তরা এই চক্রের সঙ্গে কতদিন ধরে জড়িত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande