পুর নিয়োগ দুর্নীতি: ইডি অফিসে সুজিত কন্যা মোহিনী
কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.): পুর নিয়োগ দুর্নীতির অভিযোগে মঙ্গলবার ইডি-র নজরে দমকলমন্ত্রী সুজিত বসুর মেয়ে মোহিনী বসু। এদিন দুপুরে বিধাননগরে ইডি দফতরে হাজিরা দেন তিনি। এর আগে সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশ মেনে সুজিত বসুর জামাই রাহুল সিং
পুর নিয়োগ দুর্নীতি: ইডি অফিসে সুজিত কন্যা মোহিনী


কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.): পুর নিয়োগ দুর্নীতির অভিযোগে মঙ্গলবার ইডি-র নজরে দমকলমন্ত্রী সুজিত বসুর মেয়ে মোহিনী বসু। এদিন দুপুরে বিধাননগরে ইডি দফতরে হাজিরা দেন তিনি।

এর আগে সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশ মেনে সুজিত বসুর জামাই রাহুল সিং ইডি-র সদর দফতরে হাজিরা দিয়েছিলেন। ইডি-র দফতরে ঢোকার সময় মোহিনী অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। সূত্রের খবর, শুধু মেয়ে বা জামাই নয়, নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর স্ত্রী, পুত্রকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলতি সপ্তাহে তাঁরাও হাজিরা দিতে পারেন বলে সূত্রের খবর। অভিযোগ, পুর নিয়োগ দুর্নীতির জন্য যেসব টাকা এসেছে, সেগুলি মন্ত্রীর পরিবারের ব্যবসায় ও সম্পত্তিতে খাটানো হয়েছে।

এই পুরো ঘটনা রাজনৈতিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে এসেছে। শাসকদল তৃণমূলের অভিযোগ, এটি নির্বাচন-পূর্ব চাপ প্রয়োগ। এদিকে ইডি বলছে যে, উদ্ধৃত নথি ও নগদ অর্থই তদন্তের অন্যতম ভিত্তি। তারই ভিত্তিতে তলব করা হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande