
মুম্বই, ১৮ নভেম্বর (হি. স.) : রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত ছবি ধুরন্ধর-এর ট্রেলার অবশেষে মুক্তি পেল ১৮ নভেম্বর মঙ্গলবার। এটি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। টিজার এবং পোস্টার ইতিমধ্যেই উৎসাহ তৈরি করেছে। এবং এখন ট্রেলারটি দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
আদিত্য ধর পরিচালিত, এই স্পাই-থ্রিলার অ্যাকশন ড্রামাটি পাকিস্তান-স্পন্সরড সন্ত্রাসবাদ এবং সীমান্তবর্তী গোয়েন্দা তৎপরতার পটভূমিতে তৈরি। রণবীর সিংয়ের পাশাপাশি ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর. মাধবন এবং সারা আলি খান।
৪ মিনিট, ৭ সেকেন্ডের ট্রেলারটি শুরু হয় অর্জুন রামপালের একটি ভয়ঙ্কর দৃশ্য দিয়ে। প্রযোজকদের মতে, ধুরন্ধর সিনেমাটি ৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তির আগেই, গুঞ্জন উঠেছে যে নির্মাতারা ধুরন্ধর ২ সিনেমার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। ট্রেলারটি ভক্তদের মধ্যে উৎসাহ বাড়িয়ে দিয়েছে এবং সকলের নজর এখন ছবিটির মুক্তির দিকে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন