
আগরতলা, ১৮ নভেম্বর (হি.স.) : জলশক্তি মন্ত্রকের জল সঞ্চয় জন ভাগীদারি (জেএসজেবি) অভিযানে দেশের জাতীয় মঞ্চে আবারও উজ্জ্বল হয়ে উঠল উত্তর ত্রিপুরা। উত্তর-পূর্ব ও পার্বত্য অঞ্চলের মধ্যে সেরা পারফর্মিং জেলা হিসেবে নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে মর্যাদাপূর্ণ সম্মান গ্রহণ করল জেলা প্রশাসন।
নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানে উত্তর ত্রিপুরার পক্ষে পুরস্কার ও শংসাপত্র গ্রহণ করেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন।
সরকারি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে জেলাজুড়ে এগারো হাজারের বেশি জল সংরক্ষণ কাঠামো নির্মাণের অসামান্য উদ্যোগের ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। জলসম্পদ সংরক্ষণে এই বৃহৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ উত্তর ত্রিপুরাকে অতিরিক্ত ২ কোটি টাকার পুরষ্কার প্রদান করা হয়েছে।
জেলার এই অর্জন জেলা প্রশাসনের নিষ্ঠা, জনপ্রতিনিধিদের সহযোগিতা এবং স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণের অনন্য উদাহরণ। সম্মিলিত প্রচেষ্টার ফলেই জল সুরক্ষা এবং সম্পদ ব্যবস্থাপনায় উত্তর ত্রিপুরা একটি মডেল জেলায় পরিণত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সম্মান উত্তর ত্রিপুরার উন্নয়নের প্রতি অঙ্গীকারকে আরও শক্তিশালী করে তুলবে এবং ভবিষ্যতে পাহাড়ি অঞ্চলে জাতীয় পরিকল্পনার সফল বাস্তবায়নের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ