তেলিয়ামুড়া সরকারি কলেজে রক্তদানে এগিয়ে শিক্ষার্থী ও বিএসএফ জওয়ানরা
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৮ নভেম্বর : খোয়াই জেলার তেলিয়ামুড়া সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত সাত দিনের এনএসএস বিশেষ শিবির ও রক্তদান শিবিরে শিক্ষার্থী, এনএসএস স্বেচ্ছাসেবক এবং বিএসএফ জওয়ানদের উল্লেখযোগ্য অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যের আবহ তৈরি হয়। অনুষ্ঠানে প্
রক্তদান শিবির


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৮ নভেম্বর : খোয়াই জেলার তেলিয়ামুড়া সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত সাত দিনের এনএসএস বিশেষ শিবির ও রক্তদান শিবিরে শিক্ষার্থী, এনএসএস স্বেচ্ছাসেবক এবং বিএসএফ জওয়ানদের উল্লেখযোগ্য অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যের আবহ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি এই উদ্যোগকে “সেবা, দায়িত্ব ও মানবতার এক উজ্জ্বল উদাহরণ” বলে অভিহিত করেন। মন্ত্রী জানান, এনএসএস স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা মানবসেবাকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছে, যা দেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক শক্তি তৈরি করছে।

রক্তদান শিবিরে বিএসএফ জওয়ানদের অংশগ্রহণকে মন্ত্রী বিশেষভাবে প্রশংসা করে বলেন, “দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি জীবন বাঁচাতে তাঁদের এগিয়ে আসা সত্যিই অনুকরণীয়। এতে শিবিরের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।”

তিনি আরও বলেন, জাতীয় অগ্রগতি শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, মানুষের প্রতি দায়িত্ববোধ, সেবা ও সামাজিক সম্প্রীতির মধ্যেও দেশের প্রকৃত উন্নয়ন নিহিত। এনএসএস স্বেচ্ছাসেবক, কলেজের শিক্ষার্থী, বিএসএফ সদস্য এবং রক্তদাতাদের সম্মিলিত প্রচেষ্টাকে তিনি সমাজের মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

মানবতার প্রতি সকল অংশগ্রহণকারীর অবদানকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের সমাজকে সমৃদ্ধ করে এবং একটি উন্নত আগামী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande