
বিশালগড় (ত্রিপুরা), ১৮ নভেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে মঙ্গলবার পরিচালিত হল ত্রিপুরার অন্যতম বৃহত্তম গাঁজা-বিরোধী অভিযান। টিএসআর, পুলিশ, সিআরপিএফ ও বন দফতরের প্রায় ৫০০ জওয়ানকে সঙ্গে নিয়ে বিশালগড়, বিশ্রামগঞ্জ, কলমচৌড়া, সোনামুড়া ও মেলাঘর থানার যৌথ বাহিনী অভিযান চালায়।
অভিযানে মোট ১২ লক্ষেরও বেশি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে, যার কালোবাজারি মূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। বহুদিন ধরেই এই এলাকাগুলিতে গাঁজা চাষ ও পাচার চক্র সক্রিয় ছিল বলে অভিযোগ। মঙ্গলবারের এই সমন্বিত অভিযানে ড্রোন নজরদারি, জঙ্গল তল্লাশি এবং বিশেষ বাহিনীর সহায়তায় গাঁজা ক্ষেতগুলি চিহ্নিত করে সেগুলি নষ্ট করা হয়।
পুলিশ সুপার জানান, মাদকচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং চাষিরা যাতে পুনরায় গাঁজা চাষে না ফিরতে পারে সেজন্য লাগাতার নজরদারি চালানো হবে। জেলা প্রশাসনও মাদকমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এই অভিযানে স্থানীয় মানুষজনও পুলিশের সাহসী ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ