আশা কর্মীদের মোবাইল নিয়ে বিতর্ক, প্রতিমা ভৌমিকের অভিযোগে সরব বিরোধী দলনেতা
আগরতলা, ১৮ নভেম্বর (হি.স.) : আশা কর্মীদের মোবাইল ফোন কেনায় তহবিল ঘাটতি নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের মন্তব্যকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। মজদুর মনিটরিং সেল আয়োজিত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী
জিতন্দ্র চৌধুরী


আগরতলা, ১৮ নভেম্বর (হি.স.) : আশা কর্মীদের মোবাইল ফোন কেনায় তহবিল ঘাটতি নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের মন্তব্যকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

মজদুর মনিটরিং সেল আয়োজিত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মেলনে প্রতিমা ভৌমিক দাবি করেন, মোবাইল ফোন ক্রয়ের জন্য বরাদ্দ তহবিলে ‘ভূত’ সক্রিয় রয়েছে। কর্মীদের নিম্নমানের গ্যাজেট সরবরাহের অভিযোগ তোলার পাশাপাশি তিনি বলেন, “নিম্নমানের মোবাইল ফোন গ্রহণ করবেন না। বহু কর্মীর কাছ থেকে শুনেছি যে তাদের দেওয়া মোবাইল ফোনের গুণমান ভালো নয়। এর সমাধান হল সরাসরি সুবিধা হস্তান্তর (ডিবিটি)।”

তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন তোলে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মঙ্গলবার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, প্রতিমা ভৌমিক রাজ্যের বাস্তব চিত্র উপলব্ধি করেছেন। তিনি বলেন, “দেরিতে হলেও সত্য উপলব্ধি করেছেন তিনি। প্রশাসনের সর্বত্র দুর্নীতির চর্চা রয়েছে। তিনি নিজে এই বিভাগের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, তাই বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা।”

এদিন জিতেন্দ্র চৌধুরী ‘পর্যটন প্রচার উৎসব’-এরও সমালোচনা করেন। তাঁর অভিযোগ, “গায়কদের কনসার্ট মানুষকে বিনোদন দিলেও তা তরুণদের ক্রমবর্ধমান হতাশা দূর করতে পারে না। রাজ্যের যুবসমাজ দিকহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রীকে জনগণের মূল সমস্যাগুলোর দিকে নজর দিতে হবে।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande