
আগরতলা, ১৮ নভেম্বর (হি.স.) : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘এক উত্তর-পূর্ব’ শীর্ষক একদিনের সম্মেলন হঠাৎ করেই বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। ১৪ নভেম্বর জারি হওয়া বিজ্ঞপ্তি অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এই কনক্লেভে উপস্থিত থাকার কথা ছিল ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মোথা-এর প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মণের। তিনি সম্প্রতি তাঁর দলকে উত্তর পূর্বের একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছেন, যার প্রাথমিক নাম রাখা হয়েছে ‘এক উত্তর-পূর্ব’। কনক্লেভ চলাকালীন এমবিবি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়েরও কথা ছিল তাঁর।
অনুষ্ঠান বাতিল হওয়ার প্রতিক্রিয়ায় প্রদ্যোত বলেন, “ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে আমাকে জানানো হয় এটি বাতিল হয়েছে। আমার বিশ্বাস, ছাত্র-ছাত্রী ও অধ্যাপকদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যেই এই আয়োজন ছিল। আশা করি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় আমাকে তাঁদের সঙ্গে যোগাযোগের আরেকটি সুযোগ দেবে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানের বাতিলের পেছনে কোনও কারণ উল্লেখ না করলেও সূত্রের দাবি, কয়েকটি এনজিও ও অধ্যাপকদের সহযোগিতায় এই কনক্লেভের আয়োজন করা হচ্ছিল। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ওয়ান নর্থ ইস্ট’ সম্পর্কে শিক্ষার্থী ও শিক্ষকদের সচেতন করাই ছিল সম্মেলনের মূল উদ্দেশ্য।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ