
আগরতলা, ১৮ নভেম্বর (হি.স.) : রাজধানী আগরতলার সর্বাঙ্গীন উন্নয়নে ত্রিপুরা সরকার কাজের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে বদ্ধপরিকর—এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। মঙ্গলবার আগরতলা পুর নিগম এলাকায় নগর উন্নয়ন দফতরের অধীন ত্রিপুরা জল বোর্ডের মোট ৪৫টি ডিপ টিউবওয়েল এবং ২৭টি আইরন রিমুভাল প্ল্যান্ট-এর উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন কর্পোরেটর রত্না দত্ত, নগর উন্নয়ন দফতরের সচিব অভিষেক শর্মা এবং জল বোর্ড মিশনের মিহির ক্রান্তি গোপ সহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “রাজধানী আগরতলা এখন দ্রুত উন্নয়নের পথে এগুচ্ছে। নানা প্রকল্পের মাধ্যমে শহরের নতুন চেহারা ফুটে উঠছে।” তিনি জানান, পুষ্পবন্ত প্যালেসে হোটেল নির্মাণের জন্য টাটা গ্রুপের সঙ্গে ইতিমধ্যেই সমঝোতা স্বাক্ষর হয়েছে এবং খুব শীঘ্রই ভূমিপূজনের মাধ্যমে কাজ শুরু হবে।
এছাড়াও রাজধানীকে কেন্দ্র করে রিং রোড নির্মাণের কাজ দ্রুত এগুচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। লেম্বুছড়া থেকে খয়েরপুর হয়ে বাইপাস পর্যন্ত এবং লেম্বুছড়া থেকে এয়ারপোর্ট হয়ে লঙ্কামুড়া-রামনগর দিয়ে বাইপাস পর্যন্ত রিং রোড তৈরি হলে শহরের যানজট সমস্যা অনেকটাই কমবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদেরও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিরোধীরা উন্নয়নের সব সুবিধাই পাচ্ছেন, তবুও শুধুমাত্র বিরোধীতার জন্য বিরোধীতা করছেন। কিন্তু মানুষ বিষয়টি বুঝতে পারছেন।”
ত্রিপুরা জল বোর্ডের নতুন প্রকল্পগুলির উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীর পানীয় জল সরবরাহ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ