
আগরতলা, ১৮ নভেম্বর (হি.স.) : রাজধানীর মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে মঙ্গলবার শুরু হল এনএসএস-এর সপ্তাহব্যাপী বিশেষ শিবির। শিবিরের সূচনা হিসেবে এদিন আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির, যেখানে প্রায় ৩০ জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ। এনএসএস-এর মাধ্যমে পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যেই প্রতিবছর এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।
শিবিরে শিক্ষার্থীদের হাতে-কলমে বিভিন্ন বিষয়ের শিক্ষা দেওয়া হবে এবং তাদের সমাজসেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক ওপেন এনএসএস প্রোগ্রাম অফিসার মলয় লস্কর, স্কুলের প্রধান শিক্ষক টিটু সাহা, এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার সীমা চাকমা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ