পশ্চিমবঙ্গের গ্রামীণ ও কৃষিভিত্তিক অর্থনীতির নানা সংকট নিয়ে সরব শমীক
কলকাতা, ১৮ নভেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গের বর্তমান কৃষি ও গ্রামীণ অর্থনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ধান থেকে মাছ— হরেক চাষে পিছিয়েছে। নকল সারে সক্রিয় দুর্বৃত্তরা। মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “এ
শমীক ভট্টাচার্য


কলকাতা, ১৮ নভেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গের বর্তমান কৃষি ও গ্রামীণ অর্থনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ধান থেকে মাছ— হরেক চাষে পিছিয়েছে। নকল সারে সক্রিয় দুর্বৃত্তরা।

মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “একসময় বর্ধমান জেলা ‘ভারতের ধানের ভান্ডার’ নামে পরিচিত ছিল। পশ্চিমবঙ্গ ছিল দেশের ধান উৎপাদনে প্রথম স্থানে, কিন্তু আজ উত্তরপ্রদেশ ও তেলঙ্গানার পর তৃতীয় স্থানে নেমে এসেছে।

দেশে নকল সার-সংক্রান্ত মোট অভিযোগ ৬০৭৬ হলেও শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে ৩১৭৭টি মামলা—যা রাজ্যে দুর্বৃত্তচক্রের প্রকোপের পরিচয়।

মাছ উৎপাদনে গোটা দেশের বৃদ্ধি ২৬%, কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র ১৫%। কারণ, শাসক দলের নেতারা বহু জলাশয় বেআইনি দখল করে ব্যক্তিস্বার্থে মাছ চাষ করছেন। এমনও দেখা গেছে, পশ্চিমবঙ্গ থেকে মাছের ডিম অন্য রাজ্যে পাঠিয়ে সেখানে চাষ করানো হচ্ছে, পরে সেই মাছ পশ্চিমবঙ্গেই কেনা হচ্ছে। উচ্চ লবণাক্ত জল কৃষিজমিতে ঢুকিয়ে জমির চরিত্র বদলে ফেলে মাছচাষ করা—এটিও এখন সামাজিক বাস্তবতা।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande