
আগরতলা, ১৮ নভেম্বর (হি.স.) : স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন, আগরতলায় প্রাকৃতিক চাষাবাদের উপযোগিতা ও প্রযুক্তি বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ শিবির মঙ্গলবার থেকে শুরু হয়েছে। কৃষি দফতরের সচিব অপূর্ব রায় শিবিরের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের যুগ্ম অধিকর্তা ডঃ উত্তম সাহা এবং ইম্ফলের রিজিওনাল ডিরেক্টর ডঃ ভি. ওয়াই. দিওঘারে।
প্রাকৃতিক চাষের উদ্দেশ্য, নীতি, সুবিধা, সার্টিফিকেশন প্রক্রিয়া, মাটির স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, বীজ সংরক্ষণ, বিপণন ও প্রক্রিয়াকরণসহ রোগ নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করেন বলে জানান সচিব অপূর্ব রায়। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন বিশেষজ্ঞরা।
রাজ্যের বিভিন্ন জেলার প্রাকৃতিক চাষ সংশ্লিষ্ট নোডাল অফিসাররা এই কর্মশালায় অংশ নিয়েছেন। প্রাকৃতিক চাষ পদ্ধতিকে আরও উৎসাহিত করা ও মাঠ পর্যায়ে এর বিস্তার নিশ্চিত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে দফতর সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ