
কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.): যদি কোনও আংশিক সময়ের শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন পরীক্ষার ফর্ম ফিল আপের সময়, তাহলে তাঁর প্রার্থীপদ বাতিল হবে। আদালতে জানিয়েছে কমিশন।
বুধবার এসএসসি-র নিয়োগ সংক্রান্ত ৩ টি মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তারই মধ্যে একটি মামলা ছিল এক আংশিক সময়ের শিক্ষকের করা।
তিনি অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি ১০ নম্বরের দাবি করে এই মামলা করেন। তাঁর যুক্তি ছিল, ২ জন আংশিক সময়ের শিক্ষককে পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে।
সোমবার এই অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেন তিনি। মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। ২ জন আংশিক সময়ের শিক্ষককে অভিজ্ঞতার নম্বর দেওয়া হলে, সবাইকে সেই নম্বর দিতে হবে, আবেদন ছিল মামলাকারীর।
কেউ কেউ অভিযোগ তুলেছেন,স্বাস্থ্য দফতরে কর্মরত ব্যক্তিরাও শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পেয়েছেন! তাঁর প্রশ্ন, যে ব্যক্তির জন্ম ১৯৯৭ সালে, তিনি কী করে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পেলেন? এমন নানাবিধ অভিযোগ উঠেছে।
আগামী ২ ডিসেম্বরের মধ্যে কমিশনকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত