
হাইলাকান্দি (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : ১হাইলাকান্দি জেলার মোট ৬৩,১০৭ জন সুবিধাভোগীকে প্রদানমন্ত্রী কিষাণ প্রকল্পের ২১-তম কিস্তি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।
আজ বুধবার বোয়ালিপাড়ের স্টেট ইনস্টিটিউট অব পঞ্চায়েতরাজ প্রতিষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্ৰকল্পের টাকা ডিভিটির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক ২১-তম কিস্তি মুক্তির উদ্বোধনী অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়।
এর আগে হাইলাকান্দি কৃষি বিভাগ এবং আইসিএআর-কেভিকে, হাইলাকান্দি যৌথভাবে একটি সচেতনতা কর্মসূচি পরিচালনা করে। জেলা কৃষি আধিকারিক মনোজ কুমার বৈশ্য এবং এডিও রাজিবুল হক মোল্লা কেভিকে-র বিষয় বিশেষজ্ঞ রাজারাম বাঙ্কার এবং কবিতা সি শর্মার সাথে কৃষি ব্যবস্থা এবং বিভিন্ন কৃষি প্রকল্প সম্পর্কে উদ্ভাবনী তথ্য তুলে ধরা হয়। ১৫৩ জন প্রগতিশীল কৃষকের উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস