অসবর্ণ বিবাহ প্রণোদনা প্রকল্পের জন্য হাইলাকান্দি প্রশাসনের দরখাস্ত আহ্বান
হাইলাকান্দি (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : রাজ্যের তফশিলি জাতি ও অনগ্রসর শ্রেণি কল্যাণ অধিকরণের অসবর্ণ বিবাহ প্রণোদনা প্রকল্পেরএর জন্য দরখাস্ত আহ্বান করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। অসবর্ণ বিবাহের ক্ষেত্রে যে সকল দম্পতির বিয়ে ২০২৪ সালের ক্যালেন্ডার
অসবর্ণ বিবাহ প্রণোদনা প্রকল্পের জন্য হাইলাকান্দি প্রশাসনের দরখাস্ত আহ্বান


হাইলাকান্দি (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : রাজ্যের তফশিলি জাতি ও অনগ্রসর শ্রেণি কল্যাণ অধিকরণের অসবর্ণ বিবাহ প্রণোদনা প্রকল্পেরএর জন্য দরখাস্ত আহ্বান করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন।

অসবর্ণ বিবাহের ক্ষেত্রে যে সকল দম্পতির বিয়ে ২০২৪ সালের ক্যালেন্ডার বর্ষে সম্পন্ন হয়েছে, তাঁদেরকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দফতরে দরখাস্ত দাখিল করতে বলা হয়েছে। দরখাস্তটি ওয়েবসাইট https: //directorwsc.assam.gov.in-এ জমা দেওয়া যাবে। এই ওয়েবসাইটে বাধ্যতামূলক যে সাতটি নথি জমা দিতে হবে তার বিশদ তথ্য পাওয়া যাবে। হাইলাকান্দি জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক প্রেস বর্তায় এ খবর জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande