
কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.): “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের কত মা-বোনকে ‘লক্ষীর ভান্ডার’-এর মাধ্যমে টাকা দিচ্ছেন তার তদন্ত করা হোক।” বুধবার রাজ্য বিজেপি প্রধান কার্যালয়ে এই করেন দলের রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রার অভিযোগ, “আমাদের করে যে লক্ষীর ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে, প্রাপক এই রাজ্যের মা-বোনদের মধ্যে হাজার হাজার মহিলা পশ্চিমবঙ্গের বাসিন্দাই নয়। স্বরূপনগর এবং হাকিমপুর পোস্ট থেকে হাজার হাজার মহিলারা এবং পুরুষ তাদের সবকিছু নিয়ে ওপারে চলে যাচ্ছে। এসআইআর হওয়ার ফলে যে সমস্ত মহিলা ওপারে চলে যাচ্ছেন, তাঁরাই জানিয়েছেন, তাঁদের সমস্ত নথি তৈরি করে দেওয়া হয়েছিল।
তাঁরা ‘লক্ষ্মীর ভান্ডার’ও পেতেন। আজ ৪৮ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে লক্ষ্মীর ভান্ডার’-এর টাকা দিতে। এর সুবিধা পাচ্ছে এই রাজ্যের ২ কোটি ১৫ লক্ষ মহিলা।
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত