
ঝাড়গ্রাম, ১৯ নভেম্বর (হি.স.) : সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় জমি বেহাত মামলায় আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সমীর মাহাতো ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার ছোট চুঁয়াশুলি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার গভীর রাতে খড়্গপুরের পালঝাহরি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত ছিল সমীর। ভুয়ো কাগজপত্র তৈরি থেকে শুরু করে সেগুলির ভিত্তিতে জমি রেজিস্ট্রির কাজে তার সক্রিয় ভূমিকা ছিল বলেই অভিযোগ। এই মামলায় এর আগে আটজনকে গ্রেফতার করেছিল পুলিশ। নতুন গ্রেফতারের সঙ্গে সংখ্যাটি দাঁড়াল নয়।
উল্লেখ্য, সাঁকরাইলের বাকড়া এলাকায় প্রায় ১২৫ পরিবারের প্রায় ৪০০ একর জমি অন্যের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়। অভিযোগ, জীবিত মালিকদের মৃত দেখিয়ে ভুয়ো উত্তরাধিকার শংসাপত্র জমা দিয়ে একের পরে এক দলিল করা হয়েছিল। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই মোট নয়জনকে আটক করেছে। তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো