
ঢাকা, ১৯ নভেম্বর (হি.স.) : সবশেষ ২০০৩ সালের জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত বাংলাদেশকে হারিয়ে ছিল। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন।
মাঝে ১০ ম্যাচের মধ্যে দুই দেশের মধ্যে ৬টি ড্র হলেও ভারত জিতেছিল ৪ ম্যাচে। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে গত ২৫ মার্চে শিলংয়ে গোলশূন্য ড্র করেছিল দুদল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি