
সেভিয়া, ১৯ নভেম্বর (হি.স.):
মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে তুর্কির বিরুদ্ধে অবশেষে গোল হজম করল স্পেন। তুর্কির সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। পয়েন্ট ভাগাভাগি হলেও বিশ্বকাপে জায়গা পেতে কোনও অসুবিধা হল না ২০১০ সালের চ্যাম্পিয়নদের। এদিকে 'সি' গ্রুপের নাটকীয় ম্যাচে ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল স্কটল্যান্ড।
সেভিয়ায় ম্যাচের চতুর্থ মিনিটে গোল স্পেনকে এগিয়ে দেন ড্যানি ওলমো। তবে প্রথম হাফেই সমতায় ফেরে তুর্কি। কর্নার থেকে ডেনিজ গুল গোল করেন। আর বিশ্বকাপ বাছাইয়ে এটি ছিল স্পেনের প্রথম গোল হজম।
ম্যাচের ৫৪ মিনিটে আবারও গোল করে তুর্কি। এবারের গোল স্কোরার সালিহ ওজকান। তবে ৮ মিনিট বাদেই সমতায় ফেরে স্পেন। ৬২ মিনিটে ওয়ারজাবাল গোলটি করেন।
'ই' গ্রুপের শীর্ষে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হল স্পেনের। অপরদিকে, টেবিলের দুইয়ে থাকায় প্লে-অফে খেলার সুযোগ পাচ্ছে তুর্কি।
এদিকে স্কটল্যান্ড ৪-২ গোলে ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপে পৌঁছে গেল।
ডেনমার্কের জন্য কাজটা সহজ ছিল। তারা স্কটল্যান্ডের সঙ্গে ড্র করলেই সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারত। তবে সেটা করতে পারলো না তারা। ম্যাচের তৃতীয় মিনিটে স্কট ম্যাকটোমিনের গোলে এগিয়ে যায় স্কটল্যান্ড। ডেনমার্ক সমতায় ফেরে ম্যাচের ৫৭ মিনিটে। হইলুন্দ পেনাল্টি থেকে গোল করেন।
তবে আত্মবিশ্বাসী স্কটিশ খেলোয়াড়রা ম্যাচে আবারও ৭৮ মিনিটে গোল পায়। লরেন্স শ্যাঙ্কল্যান্ড গোল করেন স্বাগতিকদের হয়ে। তবে এবার ডেনমার্ক সমতায় ফেরে ৮২ মিনিটে,ডগরু গোল করেন ডেনমার্কের হয়ে। তখন মনে হচ্ছিল ডেনমার্ক বিশ্বকাপের টিকিট পাবে।
কিন্তু তা হলো না। নাটকটা জমলো নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তৃতীয় ও অষ্টম মিনিটে ,দুটি গোল করে স্কটল্যান্ড ৪-২ গোলে জয় পেয়ে বিশ্বকাপের টিকিটটা পেয়ে যায় ।
৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পেল স্কটল্যান্ড। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে প্লে-অফ খেলতে হবে এখন ডেনমার্ককে।
এদিন গ্রুপ সেরা হয়ে সরাসরি বিশ্বকাপের টিকেট পেয়েছে আরও তিন দল। তারা হচ্ছে—বেলজিয়াম, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি