দে দে পেয়ার দে– ২ : পঞ্চম দিনে আয় ৫ কোটি টাকা
মুম্বই, ১৯ নভেম্বর (হি.স.): বলিউড তারকা অজয় দেবগন ও রকুল প্রীত সিং অভিনীত দে দে পেয়ার দে–২ বক্স অফিসে দুর্দান্ত আয় করছে। ১৪ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। মুক্তির পাঁচ দিন পরেও দর্শকদের উৎসাহ কমেনি।
দে দে পেয়ার দে ২ : পঞ্চম দিনে আয় ৫ কোটি টাকা


মুম্বই, ১৯ নভেম্বর (হি.স.): বলিউড তারকা অজয় দেবগন ও রকুল প্রীত সিং অভিনীত দে দে পেয়ার দে–২ বক্স অফিসে দুর্দান্ত আয় করছে। ১৪ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। মুক্তির পাঁচ দিন পরেও দর্শকদের উৎসাহ কমেনি। যার ফলে সপ্তাহের মাঝের দিনগুলোতেও সিনেমা ভালো আয় করছে। সিনেমাটি পঞ্চম দিনে ৫ কোটি টাকা আয় করেছে।

বুধবার বক্স অফিস সূত্রে জানা গেছে, প্রথম দিনে সিনেমাটির ওপেনিং ছিল ৮.৭৫ কোটি টাকা , দ্বিতীয় দিনে আয় করেছে ১২.২৫ কোটি টাকা , তৃতীয় দিনে ১৩.৭৫ কোটি টাকা, চতুর্থ দিনে ৪.২৫ কোটি টাকা ,পঞ্চম দিনে ৫ কোটি টাকা। এর ফলে সিনেমাটি মোট আয় ৪৪ কোটিতে পৌঁছেছে।

এই সিনেমাটি লিখেছেন এবং পরিচালনা করেছেন লাভ রঞ্জন। সিনেমায় অজয় দেবগন ৫২ বছর বয়সী লন্ডনের ব্যবসায়ী আশীষ মেহরার চরিত্রে অভিনয় করেছেন। রকুল প্রীত সিং ২৫ বছর বয়সী আয়েশার ভূমিকায় দেখা গেছে । দু’জনের মধ্যে গড়ে ওঠা প্রেমের সম্পর্কই গল্পকে এগিয়ে নিয়ে যায়। ছবিতে আর. মাধবনকে দেখা যায় আয়েশার বাবার ভূমিকায়। এছাড়া জাভেদ জাফরি ও মিজান জাফরিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande