বিদেশিদের জন্যে অনলাইনে বাংলা শিক্ষার কোর্স - 'এসো বাংলা শিখি'
কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.): বাংলা ভাষার বিস্তার ও আন্তর্জাতিক ক্ষেত্রে এর ব্যবহার বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল কলকাতার স্কটিশ চার্চ কলেজ। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সাহায্যে কলেজে আনুষ্ঠানিকভাবে বুধবার সূচনা হল অনলাইনে বাংলা শিক্ষার কোর্
এসো বাংলা শিখি নতুন পাঠক্রম চালু


কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.): বাংলা ভাষার বিস্তার ও আন্তর্জাতিক ক্ষেত্রে এর ব্যবহার বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল কলকাতার স্কটিশ চার্চ কলেজ। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সাহায্যে কলেজে আনুষ্ঠানিকভাবে বুধবার সূচনা হল অনলাইনে বাংলা শিক্ষার কোর্স - ‘এসো বাংলা শিখি’ বা ইন্ট্রোডাকশন টু বাংলা।

ওই কোর্সের মূল লক্ষ্য - ভারত সহ বিদেশি শিক্ষার্থীদের বাংলা পড়া, লেখা ও বলা সহজ করে তোলা।

বুধবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মণ্ডল, আই কিউ এ সি কো অর্ডিনেটর সম্রাট ভট্টাচার্য, ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্র ও কোর্স কো - অর্ডিনেটর ড. বিদিশা সিনহা। আয়োজকদের পক্ষে জানানো হয়েছে, বিদেশে বাংলা ভাষার প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে। বিশেষত, ইস্কনের বহু বিদেশি ভক্তের আগ্রহ - বাংলায় শ্রীচৈতন্য চরিতামৃত, ভগবদ্গীতা, ভাগবত পুরাণ ও অন্যান্য বৈষ্ণব গ্রন্থ পাঠ। ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ নিজেই ছিলেন স্কটিশ চার্চ কলেজের ছাত্র। তাই এমন ঐতিহাসিক যোগসূত্রও কলেজকে উদ্যোগী করেে তুলেছে।

এই প্রসঙ্গে ড. মধুমঞ্জরী মণ্ডল জানান, ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের পক্ষে প্রথম প্রস্তাবটি আসে। বাংলা শেখার আগ্রহ এখন আর শুধু বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বজুড়েই বাংলা সংস্কৃতি সম্পর্কে কৌতূহল বাড়ছে। তাই এমন উদ্যোগ।

বিদেশিদের ভাষা-শিক্ষা সহজ করতে এই কোর্সে তিনটি পর্যায়- প্রাইমারি, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড।

প্রাথমিকস্তরে ২৪টি এক ঘণ্টার ক্লাস রয়েছে, প্রতিটি ক্লাসের শেষে থাকবে এমসিকিউ - ভিত্তিক মূল্যায়ন।

উল্লেখ্য, কোর্স শেষে পাওয়া যাবে শংসাপত্র। ইতিমধ্যেই তৈরি হয়েছে ভিডিও, অডিও ও অন্যান্য অডিও - ভিজ্যুয়াল কনটেন্ট। স্কটিশ চার্চ কলেজের ওয়েবসাইটে এদিন থেকেই লাইভ কোর্সটি চালু হয়েছে।

ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্র বলেন, শুধু ইসকনের ভক্ত নন, বাংলা ভাষা ও সংস্কৃতিতে আগ্রহী যে কেউ এই কোর্সে যোগ দিতে পারে। আমরা চাই বাংলা সত্যিই একটি বৈশ্বিক ভাষা হয়ে উঠুক।

বাংলা ভাষার ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি বিশ্ববাসীর সামনে আরও বিস্তৃত আকারে পৌঁছে দেওয়ার পথে এই কোর্স নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ধারণা আপামর বাঙালি থেকে ভাষাবিদদেরও।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande