
ইটানগর, ১৯ নভেম্বর (হি.স.) : অরুণাচল প্রদেশের লোহিত জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলা প্ৰশাসন এক বিজ্ঞপ্তি জারি করে ডেঙ্গু প্রভাবিত সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্য দফতরকে তাৎক্ষণিকভাবে মশাবাহিত এই রোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।
জারিকৃত বিজ্ঞপ্তির ভিত্তিতে লোহিত জেলা মেডিক্যাল অফিসার ডা. সিএল মঞ্চে এক সার্কুলার জারি করে মেডিক্যাল টিমগুলিকে আজ (১৯ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় তমলানগর এবং উপজাতীয় কলোনিতে কুয়াশা এবং ডেঙ্ৰুর উৎস-হ্রাস অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন৷
ডেঙ্গু প্রতিরোধ, উপসর্গ এবং চিকিৎসার বিষয়ে জনসচেতনতামূলক প্রচেষ্টা জোরদার করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। স্থানীয় ভাষায় লেখা সচেতনামূলক পত্রক ইত্যাদি উপকরণ প্রভাবিত এলাকায় বিতরণ করা হচ্ছে। উঠান-বৈঠক, কমিউনিটি মিটিং, গণহারে রক্তের স্লাইড সংগ্রহ এবং দীর্ঘস্থায়ী কীটনাশক জালের ব্যবহার সম্পর্কে সমীক্ষাও চালনো হচ্ছে।
জেলা মেডিক্যাল অফিসার ডা. সিএল মঞ্চে সকল মেডিক্যাল অফিসার, পঞ্চায়েত নেতা এবং স্থানীয় বেসরকারি সংগঠনগুলিতে (এনজিও) ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে অনুরোধ জানিয়েছেন। এছাড়া এই রোগ মোকাবিলায় এবং আক্রান্তদের নিবিড় চিকিৎসা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সার্কুলারটি সিনিয়র জেলা এবং রাজ্য স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস