
কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.) : “এই রাজ্যে স্কুলছুটের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর একটা বড় অংশ ছাত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবসময় বলে বাংলা নিজের মেয়েকে চায়। আমরা মেয়েদের পাশে আছি, কিন্তু তার প্রতিফলন দেখা যাচ্ছে না।” বুধবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল।
একটি হিসেব সবার সামনে তুলে ধরে তিনি সেখানে দেখান, এই রাজ্যে মহিলাদের কাজে যোগদানের পরিমাণ সংখ্যায় খুবই কম— ৩৩.৮ শতাংশ। সেই তুলনায় মহারাষ্ট্র, গুজরাতের মহিলারা অনেক এগিয়ে রয়েছে। তিনি নীতি আয়োগ এর একটি হিসেব দেখিয়ে বলেন, এই রাজ্যে তিনজনের মধ্যে একজন মহিলা কাজ পাচ্ছে। এছাড়াও বিয়ের বয়স হয়নি অথচ বিয়ে হয়ে যাচ্ছে এমন উদাহরণ এই রাজ্যে ভুরি ভুরি।
অগ্নিমিত্রা বলেন, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী প্রসূতি মৃত্যুর হার এই রাজ্যে বহুগুণ। রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গের মা-বোনদের সুরক্ষা দিতে ব্যর্থ। শুধু তাই নয়, ধর্ষণ এবং মহিলাদের ওপর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে এই রাজ্যে। ২০২৩ সালের NCRB রিপোর্ট তুলে ধরে তিনি বলেন পশ্চিমবঙ্গ অ্যাসিড আক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে।
তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করে বলেন, লাভ জিহাদ এবং নকল পরিচয় তৈরি করে বহু নাবালিকাকে ফাঁসানো হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে পুলিশ এফআইআর নিচ্ছে না। তাহলে ভাবুন এই রাজ্যের অবস্থা কোথায় পৌঁছেছে!”
তিনি বলেন, “যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে মহিলাদের ওপরে যেভাবে অত্যাচার চলছে তা অত্যন্ত লজ্জার। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন, মহিলাদের চাকরি দিতে ব্যর্থ হয়েছেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত