
মালদা, ১৯ নভেম্বর ( হি. স.): গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে একাধিক দুর্নীতির অভিযোগ কার্যত স্বীকার করলেন নবনিযুক্ত উপাচার্য আশিষ ভট্টাচার্য। দায়িত্বভার গ্রহণের পর বুধবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের মানের অবনতি হয়েছে এবং ভবিষ্যতে যেন কোনও দুর্নীতির অভিযোগ না ওঠে, সে দিকেই নজর দেবেন। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের একাধিক কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় এর দুর্নীতির বিতর্ক দীর্ঘদিন ধরেই আলোচনায়। গত আগস্টে ভারপ্রাপ্ত উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় অপসারিত হওয়ার পর কয়েক মাস শূন্য ছিল পদটি। এবার স্থায়ীভাবে দায়িত্ব নিলেন আশিষ ভট্টাচার্য, যিনি পূর্বে বিশ্বভারতীর উপাচার্য ছিলেন।
উপাচার্যের স্বীকারোক্তির পর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, “উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে ভরা” বিশ্ববিদ্যালয়। পাল্টা কটাক্ষ করে তৃণমূলের জেলা সহ-সভাপতি শুভময় বসুর বক্তব্য, বিজেপি এখন দায় এড়াতে রাজনৈতিক নাটক করছে। উপাচার্যের আশ্বাস—দুর্নীতিমুক্ত, মানোন্নত বিশ্ববিদ্যালয় গড়াই তাঁর অগ্রাধিকার।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়