রাজভবনে এসএসএডিএস ইউনিভার্সিটির উপাচার্য পদে শপথ পাঠ অধ্যাপক হীরেন্দ্রনাথ শর্মা
গুয়াহাটি, ১৯ নভেম্বর (হি.স.) : শ্রীশ্রী অনিরুদ্ধদেব স্পোর্টস ইউনিভার্সিটি (এসএসএডিএস)-র উপাচার্য পদে শপথ নিয়েছেন অধ্যাপক হীরেন্দ্রনাথ শর্মা। আজ বুধবার রাজভবনের সভাকক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে অধ্যাপক শর্মাকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়ে
এসএসএডিএস ইউনিভার্সিটির উপাচার্য পদে অধ্যাপক হীরেন্দ্রনাথ শর্মাকে শপথ পাঠ করাচ্ছেন রাজ্যপাল আচার্য


গুয়াহাটি, ১৯ নভেম্বর (হি.স.) : শ্রীশ্রী অনিরুদ্ধদেব স্পোর্টস ইউনিভার্সিটি (এসএসএডিএস)-র উপাচার্য পদে শপথ নিয়েছেন অধ্যাপক হীরেন্দ্রনাথ শর্মা। আজ বুধবার রাজভবনের সভাকক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে অধ্যাপক শর্মাকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।

শপথ পাঠের আগে রাজ্যপালের কমিশনার-সচিব এসএস মীনাক্ষী সুন্দরম অনুষ্ঠানের কার্যক্রম শুরু করার জন্য রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচাৰ্যের অনুমতি চান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী নন্দিতা গার্লোসা, ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের বিশেষ সচিব কাউসার হিলালি, খ্যাতিমান বক্সার লভলিনা বড়গোহাঁই সহ অন্যান্য ক্রীড়াবিদ এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিকগণ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande