মুম্বইয়ের আন্ধেরিতে ১.১৬ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত , গ্রেফতার ২,
মুম্বই, ১৯ নভেম্বর (হি.স.) : মুম্বই পুলিশের এন্টি-ন্যারকোটিকস সেল (এএনসি) আন্ধেরি ওয়েস্টে থেকে ২৯২ গ্রাম মাদক ( হেরোইন ) বাজেয়াপ্ত করেছে। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১.১৬ কোটি টাকা। ঘটনাস্থল থেকে দুইজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মামলার ত
মুম্বইয়ের আন্ধেরিতে ১.১৬ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত , গ্রেফতার ২,


মুম্বই, ১৯ নভেম্বর (হি.স.) : মুম্বই পুলিশের এন্টি-ন্যারকোটিকস সেল (এএনসি) আন্ধেরি ওয়েস্টে থেকে ২৯২ গ্রাম মাদক ( হেরোইন ) বাজেয়াপ্ত করেছে। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১.১৬ কোটি টাকা। ঘটনাস্থল থেকে দুইজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্তকারী একজন পুলিশ আধিকারিক বুধবার জানিয়েছেন, কান্দিভালি এএনসি দল তথ্য পেয়েছিল যে মাদক চোরাচালানকারীরা মাদক বিক্রি করার জন্য আন্ধেরি স্টেশনের কাছে আসছে। তথ্যের ভিত্তিতে, পুলিশ আন্ধেরি স্টেশনের পশ্চিম এলাকায় নজরদারি চালায় । মঙ্গলবার দুই চোরাচালানকারী পৌঁছানোর সাথে সাথে সাদা পোশাকের আধিকারিকরা তাদের থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় তাদের ব্যাগে ২৯২ গ্রাম উচ্চমানের মাদকদ্রব্য পাওয়া যায়। পুলিশ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে উভয় অভিযুক্তকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত মাদকের আনুমানিক মূল্য ১.১৬ কোটি টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে বড় নেটওয়ার্কের খোঁজ পাওয়া যেতে পারে অনুমান পুলিশের ।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande