
কলকাতা, ১৯ নভেম্বর, (হি.স.): ‘ওপেন ডিফাকেশন ফ্রি’ (ODF) বা উন্মুক্ত শৌচবিহীন দেশ হিসেবে ভারত সফল বলে দাবি করল কেন্দ্রীয় সরকার। ‘ODF Plus গ্রাম’ বেড়ে দাঁড়িয়েছে ৫,৬৭,৭০৮, যা ৪৬৭% বৃদ্ধি। ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ৪৬৯২-টি শহর ODF মর্যাদা পেয়েছে।
সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো ‘ওয়েস্ট টু ওয়েলনেস- ভারতের স্যানিটেশন যাত্রা’ এই শিরোনামে জানিয়েছে, “২০১৯ সালে গ্রামীণ ভারতকে ওপেন ডিফাকেশন ফ্রি (ODF) বা উন্মুক্ত শৌচবিহীন দেশ হিসেবে ঘোষণা করা হয়।”
প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালিত হয় নিরাপদ স্যানিটেশনের গুরুত্ব ও বৈশ্বিক সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে। এটি ২০১৩ সালে জাতিসংঘ কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়। এই দিবস স্বাস্থ্য, মর্যাদা, সমতা এবং স্থায়িত্বে শৌচাগারের অপরিহার্য ভূমিকা তুলে ধরে এবং ‘সুস্থায়ী উন্নয়ন লক্ষ্য ৬ - Clean Water and Sanitation’ - এর উদ্দেশ্য পূরণে সহায়তা করে।
ভারতের স্বচ্ছ ভারত মিশনকে প্রায়ই ইউনিসেফ-সহ জাতিসংঘ সংস্থাগুলি বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যবিষয়ক (স্যানিটেশন) আন্দোলনের একটি উদাহরণ হিসাবে তুলে ধরে। বিশ্ব টয়লেট দিবস পালনের সঙ্গে সঙ্গে ভারত স্যানিটেশন মবা স্বাসথ্যবিধিকে একটি জাতীয় সাফল্যের গল্পে রূপান্তরিত করার পথে দ্রুত এগিয়ে চলছে।
নিরাপদ শৌচালয় ও সঠিক সাস্থ্যবিধি ব্যবস্থার প্রাপ্যতা জনস্বাস্থ্য, মর্যাদা এবং পরিবেশগত স্থায়িত্বের জন্য অপরিহার্য। উন্নত স্যানিটেশন জলবাহিত রোগ কমায়, উৎপাদনশীলতা বাড়ায় এবং পরিবেশকে রক্ষা করে। এটি নারী ও শিশুদের নিরাপত্তা, গোপনীয়তা এবং শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করে।
জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ এবং বৈষম্যের মাঝেও, সুরক্ষিত স্যানিটেশন মানব মর্যাদা, সামাজিক কল্যাণ এবং টেকসই উন্নয়নের ভিত্তি।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত