
আলিপুরদুয়ার, ১৯ নভেম্বর (হি.স.) : আলিপুরদুয়ারের মাদারিহাটে প্রায় ১০ ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে মাদারিহাটের লংকাপাড়া হিন্দি হাইস্কুলের পাশে সাপটিকে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি বন দফতরকে খবর দিলে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।
বিশালাকৃতির ওই সাপটিকে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ভয়ে নিরাপদ দূরত্বে সরে যান তাঁরা। অন্যদিকে, এদিন দুপুরেই আলিপুরদুয়ার-১ নম্বর ব্লকের দক্ষিণ কামসিং গ্রামের একটি বাঁশঝাড় থেকে একটি বার্মিজ পাইথন উদ্ধার করেন জলদাপাড়ার বনকর্মীরা। জানা গিয়েছে, একটি বাঁশে পেঁচিয়ে ছিল সাপটি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা