
পাটনা, ১৯ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার, ২০ নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। শপথ নেবেন তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পাটনার গান্ধী ময়দানে। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে বেলা সাড়ে এগারোটা নাগাদ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অনেক বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে যোগ দেবেন।
বুধবার সকালেই জনতা দল (ইউনাইটেড)-এর পরিষদীয় দলের একটি বৈঠক মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয়, যেখানে নীতিশ কুমারকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। এরপর এনডিএ-র বৈঠকেই দলনেতা নির্বাচিত হন নীতীশ। তারপর বিহারে সরকার গঠনের দাবি জানাতে রাজভবনে পৌঁছন নীতীশ কুমার, সঙ্গে ছিলেন অন্যান্য এনডিএ নেতারা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা