
গুয়াহাটি, ১৯ নভেম্বর (হি.স.) : অসমে কোনও দলের সঙ্গে জোট হবে না, জানিয়ে দিয়েছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন’ (এআইএমআইএম)-সুপ্ৰিমো আসাদউদ্দিন ওয়াইসি।
২০২৬-এ অসম বিধানসভা নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম-এর সঙ্গে জোট গড়ার কথা বলেছিলেন ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ)-প্রধান প্রাক্তন সাংসদ বদরউদ্দিন আজমল। গত সোমবার এখানে দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এআইইউডিএফ সভাপতি তথা প্রাক্তন সাংসদ বদরউদ্দিন আজমল ওয়াইসির সঙ্গে সম্ভাব্য নির্বাচনী জোটের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, এ ব্যাপারে তাঁরা নিয়মিত যোগাযোগে রয়েছেন, ভোটের অঙ্কে ‘সবকিছুই সম্ভব’। আজমল আরও বলেছিলেন, ‘আমরা দুই ভাই এবারের নির্বাচনে একসাথে লড়তে পারি।...।’
রাজ্য এবং জাতীয় স্তরের বিভিন্ন সংবাদ মাধ্যমে আজমলের বক্তব্য সম্প্রচারিত তথা প্রকাশিত হলে কালবিলম্ব না করে এআইইউডিএফ-প্রধান আজমলের দাবি নস্যাৎ করে দলের অবস্থান স্পষ্ট করেছেন এআইএমআইএম-সুপ্ৰিমো আসাদউদ্দিন ওয়াইসি। দলের অফিশিয়াল এক্স হ্যান্ডলে প্রতিক্রিয়া দিয়েছে এআইএমআইএম, বলেছে, ‘এই সব রিপোৰ্ট নিখাদ মিথ্যা। না-এআইএমআইএম অসমে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছে, না-রাজ্যের (অসম) কোনও দলের সাথে জোট গড়বে।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস