
কোয়েম্বাটুর, ১৯ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সাউথ ইন্ডিয়া ন্যাচরাল ফার্মিং সামিট-এর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী দেশের নানা প্রান্তে ৯ কোটি কৃষকের স্বার্থে ১৮ হাজার কোটি টাকার বেশি পিএম কিষাণ নিধির-এর ২১-তম কিস্তির অর্থ প্রদান করেন। সাউথ ইন্ডিয়া ন্যাচারাল ফার্মিং সামিট আগামী ২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী মোদী এদিনের অনুষ্ঠানে বলেন, বিগত ১১ বছরে, দেশের সমগ্র কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে। আমাদের কৃষি রফতানি প্রায় দ্বিগুণ হয়েছে। কৃষিকে আধুনিকীকরণের জন্য, সরকার কৃষকদের সহায়তার জন্য প্রতিটি পথ উন্মুক্ত করেছে। প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক কৃষিকাজ এমন একটি বিষয় যা আমার হৃদয়ের খুব কাছের। আমি তামিলনাড়ুর আমার সকল কৃষক বন্ধুদের এই অভূতপূর্ব দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনের জন্য শুভকামনা জানাই।
প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেন, এখানে কৃষক, কৃষি বিজ্ঞানী, স্টার্ট-আপ এবং উদ্ভাবকরা সকলেই একসঙ্গে কাজ করছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামী বছরগুলিতে, আমি ভারতীয় কৃষিতে বড় ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। ভারত প্রাকৃতিক কৃষির একটি বৈশ্বিক কেন্দ্র হয়ে উঠার পথে। এমনকি তরুণরাও এটিকে একটি আধুনিক, দক্ষতার সুযোগ হিসেবে বিবেচনা করছে। এটি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা