
কল্যাণী, ১৯ নভেম্বর (হি. স.) : রঞ্জি ট্রফির খেলায় কল্যাণীতে বাংলা ক্রিকেট আকাদেমি গ্রাউন্ডে চতুর্থ দিনের খেলায় - ইনিংস পরাজয় এড়ানোর জন্যে লড়াইয়ের ময়দানে অসম। পঞ্চম রাউন্ডের খেলায় বাংলা এদিন জিততে মরিয়া। তবে, দ্বিতীয় ইনিংসে ৪/১৬৬ রান সংগ্রহ করে পরিস্থিতি সামাল দিয়েছে আপাতত। এদিকে, প্রথম এক ঘন্টায় ১০০ রানের গন্ডি পেরোতেই ৩৯ ওভারে খানিক ধাতস্থ হয়েছে তারা। তখন পর্যন্ত ১৪২ রানে পিছিয়ে ও অসম লড়াইয়ে এদিন অসম ক্রিকেট দলের খেলোয়াড়রা। প্রথমত, হার বাঁচাতে লড়েছে এবং দ্বিতীয়ত, ইনিংস পরাজয় কাটিয়ে উঠতে 'পণ' করেই মাঠে নামে। এর পরিপ্রেক্ষিতেই দাঁতে দাঁত চেপে উইকেট আগলে রাখে। বারবার আক্রমণ হানে বাংলা। যদিও কিছুতে দাঁত ফোটাতেই পারে নি বাংলা। তাদের লড়াই অব্যাহত। ১১১ রানের জুটি ভাঙে ঈশান পোড়েল - ৪/১২১ (৫১.৪)। এর জন্যে বেশ সময় ধরেই প্রাণপণ ও অসম লড়াই কল্যাণীতে চলেছে। তবুও ১২১ রানের ঘাটতি। যদিও হাতে রয়েছে ৬টি উইকেট।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত