ঝাড়গ্রামে টোটো চালকদের ধর্মঘট উঠল, বৈঠকে মিটল ভুল বোঝাবুঝি
ঝাড়গ্রাম, ১৯ নভেম্বর (হি.স.) : রেজিস্ট্রেশন ও লাইসেন্স করাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে টানা তিনদিন ধর্মঘটে ছিলেন ঝাড়গ্রামের টোটো চালকেরা। বুধবার বিকেলে প্রশাসন, পুলিশ, পরিবহন দফতর ও টোটো চালকদের প্রতিনিধিদের বৈঠকের পর ধর্মঘট তুলে নেওয়া হয়, স্ব
ঝাড়গ্রামে টোটো চালকদের ধর্মঘট উঠল, বৈঠকে মিটল ভুল বোঝাবুঝি


ঝাড়গ্রাম, ১৯ নভেম্বর (হি.স.) : রেজিস্ট্রেশন ও লাইসেন্স করাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে টানা তিনদিন ধর্মঘটে ছিলেন ঝাড়গ্রামের টোটো চালকেরা। বুধবার বিকেলে প্রশাসন, পুলিশ, পরিবহন দফতর ও টোটো চালকদের প্রতিনিধিদের বৈঠকের পর ধর্মঘট তুলে নেওয়া হয়, স্বাভাবিক হয় টোটো চলাচল।

টোটো চালকদের অভিযোগ ছিল রেজিস্ট্রেশন ও লাইসেন্স করতে সরকারি নির্ধারিত খরচের চেয়ে বেশি টাকা দাবি করা হচ্ছিল। আইএনটিটিইউসি–র জেলা সভাপতি মহাশিস মাহাতো বারবার জানান, সরকারি নিয়মে মোট খরচ সাড়ে তিন হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু একাংশ চালক তাঁর কথা মানছিলেন না।

প্রসঙ্গত , মঙ্গলবার পাঁচমাথা মোড়ে ধর্নার সময় একটি টোটো চলাচলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। চালকেরা রাস্তা আটকে বিক্ষোভ দেখালে পরিস্থিতি জটিল হয়। পরিস্থিতি সামাল দিতে বুধবার মহকুমা শাসক অনিন্দিতা রায় চৌধুরির নেতৃত্বে বৈঠকে বসে প্রশাসন। সেখানে পরিবহণ দফতর স্পষ্ট জানিয়ে দেয়, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে মাত্র ২৪০ টাকায় লাইসেন্স করানো যায় এবং রেজিস্ট্রেশন ফি-ও নির্দিষ্ট।

এই তথ্য সামনে আসতেই ভুল বোঝাবুঝি কেটে যায়। চালকেরা ধর্মঘট প্রত্যাহার করে আবার রাস্তায় নামতে সম্মত হন। আইএনটিটিইউসির দাবি, তাঁদের দেওয়া তথ্যই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande