
কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.) : ঊনবিংশ শতাব্দীর ব্রিটিশশাসিত ভারতীয় সমাজে একজন বাঙালি ব্রাহ্মনেতা ও বক্তা এবং হিন্দু সমাজের অন্যতম ধর্মসংস্কারক কেশবচন্দ্র সেনের ১৮৭ তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়াও তৃণমূল কংগ্রেস ও বিজেপি'র বিধায়ক তথা সদস্যরা শ্রদ্ধা জানিয়েছেন।
প্রসঙ্গত, ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত হন তিনি। এ কারণেই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন নামেও জনসমাজে একডাকেই পরিচিত হন তিনি। বাংলার নবজাগরণের যে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব শুধুমাত্র তাই নয়। বরং ভারতের জাতীয় চেতনা ও ঐক্যের অন্যতম উন্মেষক ও মুখপত্র হিসেবেও তিনি নন্দিত।
উল্লেখ্য, ব্রাহ্মসমাজ ছিল তার প্রধান সংগঠন। বাংলার নবজাগরণ আন্দোলনে যোগদান করেন। তাঁর পিতামহ দেওয়ান রামকমল সেন ছিলেন রয়েল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের প্রথম ভারতীয় সচিব। রামকমলের দ্বিতীয় পুত্র প্যারীমোহন সেন ছিলেন কেশবচন্দ্রের পিতা। ১৯১৪ খৃষ্টাব্দে কলুটোলাতে তাঁর জন্ম হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত