আগামী শুক্রবার হাইলাকান্দির লালায় ইউনিটি রান
হাইলাকান্দি (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : সর্দার বল্লভভাই প্যাটেলের সাৰ্ধশত (১৫০-তম) জন্মবার্ষিকী উপলক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী শুক্রবার লালা শহরে তৃতীয় পৰ্যায়ে পদযাত্রা তথা একতা দৌড় অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি জেলা তথ্য ও জনসংযোগ
আগামী শুক্রবার হাইলাকান্দির লালায় ইউনিটি রান


হাইলাকান্দি (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : সর্দার বল্লভভাই প্যাটেলের সাৰ্ধশত (১৫০-তম) জন্মবার্ষিকী উপলক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী শুক্রবার লালা শহরে তৃতীয় পৰ্যায়ে পদযাত্রা তথা একতা দৌড় অনুষ্ঠিত হবে।

হাইলাকান্দি জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক প্রেস বর্তায় এ খবর দিয়ে জানানো হয়েছে, এদিন সকাল ৮-টায় লালা শহরের মেলার মাঠ থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি পেট্রোল পাম্প সংলগ্ন বাস টার্মিনাস হয়ে ফের মেলার মাঠে গিয়ে সমাপ্ত হবে।

শুরুতে মেলার মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পেট্রোল পাম্প সংলগ্ন বাস টার্মিনাসে আরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।।

সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশত জন্মজয়ন্তী উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এই তৃতীয় পদযাত্রায় অংশ নিতে সর্বস্তরের নাগরিকদের প্রতি হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে আজ বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক প্রশাসনিক সভায় অনুষ্ঠেয় পদযাত্রার কার্যসূচি প্রণয়ন করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক লাইরহলু খেনতের পরিচালনায় সভায় সব বিভাগকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande