
শিলিগুড়ি, ১৯ নভেম্বর (হি.স.) : নির্মীয়মান ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত একজন শ্রমিক । শ্রমিকের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় নির্মাণ সংস্থার বিরুদ্ধে উঠছে প্রশ্ন। বুধবার সালুগাড়ার কাছে ৫১ নম্বর পিলারে কাজ করার সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৫১ নম্বর পিলারে কাজ করার সময় এক শ্রমিক হঠাৎ নির্মীয়মান ফ্লাইওভার থেকে পড়ে যান। শ্রমিকের পড়ে যাওয়ার শব্দ শুনে সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে জেলা হাসপাতালে নিয়ে যান। শ্রমিকের অবস্থার অবনতি হয় এবং তাকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে রেফার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই তার চিকিৎসা চলছে। এই বিষয়ে নির্মাণ সংস্থা কর্তৃক কোনও বিবৃতি জারি করা হয়নি। যা শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি